Khola Janala - Tahsin ( খোলা জানালা - তাহসিন আহমেদ )

  - বাংলা > তাহসিন

শিরোনামঃ খোলা জানালা

কন্ঠঃ ওয়াকিল রহমান মিলু
কথাঃ ইয়ামিনুল ইসলাম
সুরঃ ইয়ামিনুল ইসলাম

ব্যান্ডঃ SWAT
অপ্রকাশিত

কন্ঠঃ তাহসীন্ আহমেদ
অ্যালবামঃ ভালোবাসার রং

ডাওনলোড লিংক

খোলা জানালা দখিনের বাতাসে
ঢেকে যায় পর্দার আড়ালে
তখন তুমি এসে হেসে
বলে দাও, আছি তোমার পাশে।

বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা
পথ চলতে ভীষণ ভয়
তুমি এসে বলে দাও, আছি আমি পাশে
করোনা কিছুতেই ভয়
কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে।

অনেক পথের পথিক আমি ক্লান্তি সর্বশেষ
তোমার পথের ঠিকানা খুজে আমি আজ অবশেষ
তুমি আমার প্রথম ও শেষ জীবনের ভালোবাসা
তোমার মাঝেই তাইতো আমার জীবনের শত আশা,

কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে।

সাদা আকাশে মেঘের ভেলা
রচে রঙের মেলা
কখনো কালো কখনো নীল
কখনো বা ধূসর সাদা
আমার আকাশ জুড়ে ছিল
তোমারই রঙের মেলা
সাদার মাঝে কালো বসিয়ে
তোমারই বিদায়ের পালা,

কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে ।।

ডাওনলোড লিংক

BY ফারহান - গীতাঞ্জলি

3 comments:

Unknown said...

অনেক সুন্দর

Unknown said...

সত্যি অসাধারণ গানটি

Unknown said...

গানটার প্রেক্ষাপট এবং অর্থগুলো যদি বলতেন অনেক খুশিনহতাম।ভালো লাগতো।গানের লেখকের কাছে আবেদন
গানটার অর্থ বা প্রেক্ষাপট দয়া করে জানিয়েন🙂

Post a Comment

Newer Post Home

Followers


Recent Comments