Showing posts with label Tahsan. Show all posts
Showing posts with label Tahsan. Show all posts

Ekhono - Tahsan ( এখনো - তাহসান )


  - বাংলা > তাহসান

শিরোনামঃ এখনও

কন্ঠঃ তাহসান
কথাঃ তাহসান
R-8 সংযোজনঃ আদনান খান

ব্যান্ডঃ ব্ল্যাক
অ্যালবামঃ আমার পৃথিবী

ডাওনলোড লিংক

আমার এই আঁধার আমার কবিতা
সময়ের পাতায় যা লিখে চলি
ছিল সবই তোমার আছে আজও তোমার
আঁধারের নির্জনতায়।

এই নির্ঘুম রাতে একা আমি
জানালার পাশে দাঁড়িয়ে
চিৎকার করে বলতে চাই তোমায় আমি
ভালোবাসি শুধু তোমায় ভালোবাসি
এখনও শুধু তোমায় ভালবাসি।

আমার এই ভোরের আলোয় ছুটে চলা
শুধুই কল্পনায় ছুঁতে চাওয়া
তুমি রাতের আঁধার ঘিরে এলে
তুমি আমার ভোরের আলোয় পাওয়া,

অন্তহীন এ পথে
এই ভোরের স্তব্ধতা ভেঙ্গে দিয়ে
লাল আকাশে চির ধরিয়ে
চিৎকার করে বলতে চাই তোমায় আমি
ভালোবাসি শুধু তোমায় ভালোবাসি
এখনও শুধু তোমায় ভালবাসি।

ডাওনলোড লিংক

BY ফারহান - গীতাঞ্জলি

Older Posts Home

Followers


Recent Comments